Subscribe Us

Responsive Advertisement

Crochet Chain কি ???

Crochet Chain

প্রত্যেকটা জিনিস কিন্তু একেকটা একক দিয়ে তৈরি। যেমন, আমাদের দেহের একক হল 'কোষ'। চেইন হল crochet এর এক প্রকার একক। কুশি কাটা দিয়ে যাই বানান না কেনো বেশির ভাগ সময়েই আপনাদের এই চেইন দিয়েই শুরু করা লাগবে। তবে ব্যাতীক্রম ও আছে। তা সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা যাবে। নাম যেমন চেইন, তা দেখতেও কিন্তু সত্যিকারের চেইন এর মতই। 

চেইন সেলাই crocheting এর একটি অবিচ্ছেদ্য অঙ্গ। একটি স্লিপ knot করার পরে next step সাধারণত চেইন সেলাইগুলির একটি সিরিজ তৈরি করা হয়। চেইন সেলাইগুলি ,আপনি যে project এর বাকী অংশটি তৈরি করেন সেই ভিত্তি তৈরি করে। এগুলি হল কয়েকটি প্রয়োজনীয় সেলাইগুলির মধ্যে প্রতিটি যা প্রাথমিকভাবে জানা উচিত।