Subscribe Us

Responsive Advertisement

Crochet কি?

Crochet

 Crochet হচ্ছে সুতা দিয়ে করা হয় এমন  craft। এটি এক ধরনের হস্তশিল্প, যার অর্থ হলো সুতা দিয়ে হাতে তৈরি জিনিসপত্র।

Crocheting করার জন্য ব্যবহার  করা হয় বিভিন্ন ধরনের হুক। বিভিন্ন ধরনের সুতা দিয়ে  বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়। যেমন- সোয়েটার, মাফলার, টুপি, হাত মোজা, বাচ্চাদের জুতা, amigurumi, জামার কলার,  ব্যাগ, বিভিন্ন ধরনের জুয়েলারি  ইত্যাদি।Crochet fabrics তৈরি করার জন্য নির্দিষ্ট কিছু  stitches করতে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন- chain,slip stitch,  single crochet, half double  crochet, double crochet, triple crochet, together  stitchs.

শুধুমাত্র এই stitch গুলো  জানা থাকলেই সব ধরনের crocheting করা সম্ভব।কিন্তু crocheting করার সময়  সুতার শেষ loop এর দিকে খুব ভাল করে  নজর রাখতে হবে,  কারন অসাবধানতার জন্য এটি miss হয়ে গেলে সম্পুর্ণ crochet টি খুলে আসবে। crochet fabrics গুলো সাধারণত বোনা fabrics এর তুলনায় ঘন হয়, নিট fabric  গুলো খুব flat এবং পাতলা হয়।

crochet fabric খানিকটা মোটা হওয়ার কারনে একই project এর জন্য সুতার পরিমাণ দের থেকে দুই গুন বেশি ব্যবহার করা হয়।তাই crocheting এর সময় যথেষ্ট সুতা নিয়ে করতে হয়।এছাড়াও crocheting করা খুব সময় সাপেক্ষ ব্যাপার।


Post a Comment

0 Comments